সব

মহেশপুরে ৫টি ইট ভাটাকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 9th February 2019at 7:34 am
108 Views

স্টাফ রিপোর্টারঝিনাইদহের মহেশপুরের জেলা প্রশাসনের অনুমতি ছাড়া লাইসেন্স বিহীন ৫টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মোঃ হাসনাত জানান, জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে মহেশপুর উপজেলার ন্যাপা, পাতিবিলা, মন্ডবিলা ও কাজীরবেড় এলাকায় অভিযান চালিয়ে মেসার্স বাহার বিক্সস্, মাসুম বিক্সস্, সোহাগ বিক্সস্, রুমা বিক্সস্ ও ভাই ভাই বিক্সস্ এর মালিককে অবৈধ ভাবে কাঠ পোড়ানোর অপরাধে এবং জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ও লাইসেন্স না থাকায় তাদেরকে ৩ লাখ টাকা করে মোট ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ভাটা গুলোর ব্যারেল চিমনি ভেঙ্গে ফেলা হয় এবং ভবিষ্যতে ইট ভাটা চালাতে হলে নিয়ম নীতি মেনে চালানোর জন্য ভাটা মালিকদের সতর্ক করা হয়।

তিনি আরোও জানান, এ ধরণের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর