সব

অচেনা সে তরুণী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 10th February 2019at 12:20 pm
213 Views

 

দেখেছিলাম তাকে অচেনা পথে, অচেনা সে তরুণী
মিষ্টি মায়াবী চেহারা তার, লাজুক লাজুক চাহনি।

প্রথম দেখাতেই মনে ধরেছে,ভুলতে তাকে পারিনি
দিবা রাতি শুধু তার কথা ভাবি,এ যেন প্রেমের কাহিনী।

নারীর বুলিতে,একলা চলিতে রাত কখনও জাগিনি
তবুও কেন রাত্রি জেগেছি সে কথা কভু ভাবিনি।

শূন্য আকাশে,আবেগী বাতাসে আমি কখন ভাসিনি
হঠাত করে ভাসছি অজোরে কারন সেই তরুনি।

দেখতাম তাকে লুকিয়ে লুকিয়ে মনের কথা জানিনি
ভেবেছিলাম মোরে ভালোবাসে সে মনে দিয়ে খুশির তটি…

ভালোবাসা মনে, জীবনের কোনে স্বপ্ম বুনতে পারিনি
ভালোবাসার কথা শুধাতে গিয়ে দেখি সে অন্যের রাগিনি।

বুঝিলাম আমি এ জীববাসে প্রেম টিকেনা কভুনি
সবই মিছে কথা,সবই মিছে আশা,মিছে ভালোবাসায় তলানি…..

 

নাম:নাহিদ হাসান
কামার পারা স্কুল অ্যান্ড কলেজ।
ক্লাস:১২


সর্বশেষ খবর