অধ্যক্ষকে শ্বাসরোধে খুন করে ২ গৃহকর্মী
অনলাইন ডেস্কঃ রাজধানীর ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে গৃহকর্মী রেশমা ও স্বপ্না শ্বাসরোধে তাকে খুন করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ এ বিষয় জানতে পেরেছে।
রোববার বিকেল সাড়ে ৩টা থেকে ৫টার মধ্যে এলিফ্যান্ট রোড এলাকায় নিজের বাসায় ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন খুন হয়েছেন।
ঘটনার পর রেশমা ও স্বপ্না স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা নিয়ে পালিয়েছে। রাতেই মাহফুজার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি তৎকালীন জগন্নাথ কলেজের সমাজবিজ্ঞানের অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান ছিলেন। তিনি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসমত কাদির গামার স্ত্রী।