সব

নির্বাচন নিয়ে বিতর্কিত কথা বলে লাভ হবে না: হানিফ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 14th February 2019at 6:42 pm
86 Views

 

ডেস্ক রিপোর্টঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অসন্তোষ থাকলে ট্রাইব্যুনালে মামলা করার আহ্বান জানিয়ে বলেছেন, ‌‘যারা ক্ষমতায় থাকতে দেশের জন্য কিছু করতে পারেনি, বিরোধীদলে থেকেও মানুষ হত্যা করেছে। তারা এখন নির্বাচন নিয়ে নানা কথা বলছে। এসব বিতর্কিত কথাবার্তা বলে কোনো লাভ হবে না। অসন্তোষ থাকলে ট্রাইব্যুনালে মামলা করতে পারেন।’

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘জাতির সামনে বিএনপির বলার মতো কোনো ইস্যু নেই। যে দলের শীর্ষ নেতারা আদালতের তরফ থেকে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ও বিদেশে থাকেন। সেই দলের নেতাদের কথা বলার আর নৈতিক কোনো অধিকার থাকতে পারে না। তাদের সামনে এখন কোনো ইস্যু নেই।’

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আপনাদের যদি কোনো অসন্তুষ্টি থাকে তাহলে ট্রাইব্যুনালে মামলা করতে পারেন। আমাদের দেশে আইন আছে, যেকোনো সংক্ষুবদ্ধ প্রার্থী মামলা করতে পারেন। আপনারা যদি মামলা করে থাকেন তাহলে সেই মামলা নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করেন।’

বিএনপিসহ সব দলের কাছে অনুরোধ জানিয়ে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘রাজনীতি যদি দেশের কল্যাণের জন্য করেন, তাহলে দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করুন। যদি সহায়তা না-ই করতে পারেন, তাহলে অযথা বিতর্কমূলক কথাবার্তা বলে বিশৃঙ্খলার অপচেষ্টা করবেন না। আশা করি, বিএনপিসহ যারা পরাজিত হয়েছেন, তারা তাদের অতীতের কর্মকাণ্ড মূল্যায়ন করে ভবিষ্যতে যেন জনগণের আস্থা অর্জন করতে পারেন, সেদিকে পা বাড়াবেন। অন্যদের ওপর নিজেদের ব্যর্থতার দায়ভার চাপিয়ে কোনো সুফল হবে না।’

তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় প্রত্যাশিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন, এর ফলে এই নির্বাচনে আওয়ামী লীগ যে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে এটা যেমন দেশের সব মানুষ জানতো, তেমনি সারা বিশ্ববাসী জানতো।’

ডাকসু নির্বাচনের বিষয়ে হানিফ বলেন, ‘প্রাচ্যের অক্সফোর্ড ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা আশা করি, এই নির্বাচনে সব ছাত্র সংগঠন অংশ নেবেন। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। নির্বাচিতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল্যাণের জন্য কাজ করবেন।’


সর্বশেষ খবর