শুরু হয়েছে ৫৪তম বিশ্ব ইজতেমা
স্টাফ রিপোর্টারঃ টঙ্গীর তুরাগ নদীর তীরে ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে তাবলিগ জামাতের সর্ববৃহৎ সম্মেলন ৫৪তম বিশ্ব ইজতেমা। প্রথম বারের মতো এবার চারদিনের ইজতেমা তাবলিগের দুটি পক্ষ দুদিন করে পৃথকভাবে পরিচালনা করছে। দেশ-বিদেশের মুসল্লিরা ইজতেমায় সমবেত হয়েছেন।
শুক্রবার ছুটির দিন থাকায় গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি জুম্মার নামাজ আদায় করতে ইজতেমা ময়দানে আসেন। জুমার নামাজে ইমামতি করেন কাকরাইলের মাওলানা মো. জোবায়ের।
বিশ্ব ইজতেমার প্রথম দিন জুমাবার হওয়ায় লাখো মুসল্লির ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে। জুম্মার নামাজের আগেই ইজতেমার পুরো প্যান্ডেল ও ময়দান কানায় কানায় ভরে যায়। প্যান্ডেলের নিচে জায়গা না পেয়ে মুসল্লিরা অংশ নেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের সড়ক ও গলিগুলোর ওপর। আশপাশের জেলা থেকেও আসেন মুসল্লিরা। দেশি-বিদেশি মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হয়ে বয়ান শোনেন ও জুমার নামাজে অংশ নেন।