জাতীয় প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধায় কবি আল মাহমুদ
অনলাইন ডেস্কঃ বাংলা একাডেমি এবং জাতীয় প্রেস ক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর পর বায়তুল মোকাররম মসজিদে নামাজে জানাজা সম্পন্ন হয়েছে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের।
শনিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর মগবাজারের বাসভবন থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হয় কবির মরদেহ। সেখানে এক নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি পর্ব।
একাডেমির নজরুল মঞ্চে নির্মিত অস্থায়ী বেদীতে শুরুতেই বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা জানান একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। আরও শ্রদ্ধা জানান কবি মুহম্মদ নূরুল হুদা, আলোকচিত্রী নাসির আলী মামুন প্রমুখ।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে হাবীবুল্লাাহ সিরাজী বলেন, ৪৭-এর দেশভাগের পর বাংলা কবিতায় যারা নতুন স্বপ্নের বীজ বুনেছিলেন তাদের একজন আল মাহমুদ। তিনি বাংলা কবিতায় নতুন ধারা নির্মাণ করেছিলেন। ছিলেন বাংলা সাহিত্যের অগ্রগণ্য কবিদের একজন। ‘সোনালী কাবিন’র মতোই তার কবিতা বাংলা কাব্যভুবনে সোনালী দিগন্ত।
রাষ্ট্রীয় সম্মাননা প্রসঙ্গ উলেখ করে তিনি বলেন, জনগণ যখন কাউকে কবি হিসেবে মেনে নেন, রাষ্ট্রও তাকে কবি হিসেবে স্বীকৃতি দেয়।