সব

লঘুচাপে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 17th February 2019at 11:43 am
81 Views

 

স্টাফ রিপোর্টারঃ ফাগুনের শুরুতেই এই বৃষ্টিতে একদিকে যেমন ধুলাবালি থেকে স্বস্তি মিলেছে, অন্যদিকে ভোরের বৃষ্টিতে নগরীর অফিসগামী মানুষকে পড়তে হয়েছে দুর্ভোগে। পশ্চিমা লঘুচাপে দেশের বিভিন্ন স্থানে শিলা বৃষ্টি হচ্ছে। রাত থেকে থেমে থেমে হয় এই বৃষ্টি।

রাজধানীতে ভোরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে বসন্তে এসে মিলে শীতের দেখা। বৃষ্টিতে রাজধানীতে গণপরিবহনের সংকট সৃষ্টি হয়। তাই অফিসগামী মানুষকে পড়তে হয় দুর্ভোগে। কর্মস্থলে যেতে ভুগান্তি পোহাতে হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা শনিবার রাত থেকে শিলা বৃষ্টি হওয়ার কথা জানিয়েছেন। গতকালই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।


সর্বশেষ খবর