সব

জামায়াত রাজনীতির বিষফোঁড়া, বিএনপি বিষবৃক্ষ: ইনু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 17th February 2019at 12:06 pm
83 Views

 

অনলাইন ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, জামায়াত হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির বিষফোঁড়া আর বিএনপি হচ্ছে বিষবৃক্ষ। জামায়াত যুদ্ধাপরাধী ও সন্ত্রাসীদের দল। তাই মুক্তিযুদ্ধের সময়কার অপকর্মের জন্য ক্ষমা চাক বা না চাক, তাদের মাফ করা যায় না।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আরেফ আহমেদের ২০তম হত্যাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় ইনু এসব কথা বলেন। ঢাকা মহানগর জাসদ এ সভার আয়োজন করে।

হাসানুল হক ইনু বলেন, একাদশ সংসদ নির্বাচনে ভরাডুবি হলেও বিএনপি সুর বদলায়নি। তারা এখনও জঙ্গি ছাড়েনি, মাফও চায়নি। বিএনপি এখনও চক্রান্তের পথেই রয়েছে। তিনি বলেন, মহাজোটের প্রতিপক্ষ হচ্ছে অদৃশ্য ভূতের চক্র। নির্বাচনে বিজয়ের পরও মহাজোট কিংবা ১৪ দলের স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় নয়। আনন্দে গা ভাসানোর সময় নয়। এখন কাজ হচ্ছে বিজয়কে সংহত করা, জঙ্গি পুনরুত্থানে ফাঁক-ফোকর বন্ধ করা।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, মোল্লাতন্ত্র দেশে নতুন করে সক্রিয় হয়েছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে। ১৯৯৯ সালে কুষ্টিয়ার কালিদাসপুরে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত কাজী আরেফ আহমেদসহ চার শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।


সর্বশেষ খবর