সব

দীর্ঘ ৮ বছর পর অব্যাহতি পেলেন কালের কণ্ঠের সাংবাদিক হায়দার আলী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 18th February 2019at 4:25 pm
140 Views

 

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার সাজানো চাঁদাবাজির মামলাটি দীর্ঘ আট বছর চলার পর অব্যাহতি পেয়েছেন কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক হায়দার আলী। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার প্রথম যুগ্ম জেলা জজ আদালত মাললাটি খারিজ করে দিতে সাংবাদিককে অব্যাহতি দেয়। মামলার পর থেকে বাদীর পক্ষে কোন স্বাক্ষী দীর্ঘ সময়ে একদিনের জন্যও আদালতে হাজির না হওয়া এবং বাদীও কোনদিন আদালতে হাজির না হওয়ায় মামলাটি খারিজ করে দেয় আদালত।

মামলাটির বাদী ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। ২০১১ সালের সেপ্টেম্বর মাসে কুমিল্লা সদরের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে নিয়ে ‘এমপি বাহারের বাহারি রাজত্ব’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশের পর কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক হায়দার আলী বিরুদ্ধে ওই মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছিল।

এ বিষয় সাংবাদিক হায়দার আলী বলেন, আমি বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে নিউজটি করেছিলাম। কিন্তু সেই নিউজের পর আমাকে হয়রানির জন্যই অন্যায়ভাবে মামলাটি করা হয়েছিল। আর আমি চেয়েছিলাম কোন প্রকার লবিং ছাড়াই মামলাটি যেন স্বাভাবিক গতিতে নিষ্পত্তি হয়। আর শেষ পর্যন্ত সেই প্রক্রিয়াতেই সত্যের জয় হলো। মামলাটি বাতিল করে আমাকে অব্যাহতি দেয় আদালত। হামলা-মামলা যতোই আসুক আমাকে সত্যের পথ থেকে বিচ্যুত করা যাবে না, সত্যের পথে কলম আমার চলবেই।

ধন্যবাদ জানাচ্ছি কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক চৌকস সাধারণ সম্পাদক ও কুমিল্লা আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট অনিসুর রহমান মিঠু, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও অভিজ্ঞ আইনজীবি অ্যাডভোকেট তৌহিদুর রহমান এবং অ্যাডভোকেট কৃষ্ণ রায়সহ সকলকে।


সর্বশেষ খবর