সব

আগুনে নিহতদের প্রতি বিএনপির শোক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 21st February 2019at 5:54 pm
78 Views

 

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর চকবাজারে ভয়াবহ আগুনে নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকারের সব ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে। আজকে সব জায়গায় মানুষ অকারণে জীবন হারাচ্ছে। এর কারণ সরকারের দায়িত্বহীনতা ও অব্যবস্থাপনা।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেছেন, মহান একুশে আমাদের জাতীয় জীবনে একটি উল্লেখযোগ্য দিন। ১৯৫২ সালের এদিনে মাতৃভাষাকে রাষ্ট্র ভাষায় পরিণত করার জন্য আমাদের অকুতোভয় সন্তানেরা প্রাণ দিয়েছিল। রক্তের বিনিময়ে মাতৃভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি আদায় করতে পেরেছে এবং সে দিনেই রচিত হয়েছে আমাদের মুক্তির চেতনার বীজ। এরপর ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড লাভ করেছি।


সর্বশেষ খবর