সব

ইমরান কে-রামগোপাল ভার্মার কটাক্ষ প্রশ্ন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 22nd February 2019at 4:08 pm
77 Views

 

ডেস্ক রিপোর্টঃ দু’‌দেশ আলোচনায় বসলে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব‌। পুলওয়ামায় জঙ্গি হামলার পর একটি ভিডিও বিবৃতিতে একথাই বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু তার এই বক্তব্যকেই এবার কটাক্ষ করলেন বলিউডের চিত্রপরিচালক রামগোপাল ভার্মা।

একাধিক টুইট করে পাক প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রামগোপাল। তার কথায়, কথা বললেই যদি সমস্যার সমাধান হত, তাহলে ইমরান খান নিজে তিনটি বিয়ে করতেন না। একাধিক টুইট করেন রামগোপাল। সেখানে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ইমরান খান, আপনি বলছেন কথা বললেই সব সমস্যার সমাধান সম্ভব। সেটা হলে আপনি নিজে তিনটে বিয়ে কেন করলেন?‌‌’

পরের টুইটে রামগোপাল লেখেন, ‘‌মাননীয় প্রধানমন্ত্রী ইমরান খান, আমরা ভারতীয়রা জানিনা কোনো ব্যক্তি আমাদের দিকে বিস্ফোরক নিয়ে ধেয়ে এলে আমরা কীভাবে তার সঙ্গে আলোচনা করব?‌ আপনি আমাদের শিখিয়ে দিন। চিন্তা করবেন না, শিখিয়ে দেওয়ার জন্য আমরা আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দেব।’‌


সর্বশেষ খবর