গাজীপুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুর জেলা প্রতিনিধি ঃ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে আলোচনা ও মতবিনিময় সভা ২০ ফেব্রুয়ারি বুধবার বিকালে গাজীপুর টাউনের পূর্ব বিলাশপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন মিয়ার বাড়ির পাশে অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ হাফিজ উল্লাহ খোকার সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশ উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সমীর চন্দ্র সূত্রধর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস. এম রাসেল ইসলাম নূর।
প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ নয়ন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ্ আলম, সাধারণ সম্পাদক এম. এ ফরিদ, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মিজানুর রহমান, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা প্রমুখ।
মুন্সিপাড়া জামে মসজিদের সদস্য মোঃ শরিফ হোসাইনের পরিচালনায় ও যুবনেতা মোঃ শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী সমাবেশের উদ্বোধক ওসি সমীর চন্দ্র সূত্রধর বলেন, নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত যুব সমাজ গড়ি। চ্যালেঞ্জ দিলাম, যতদিন থাকি ততদিন এলাকায় মাদক সন্ত্রাস, চাঁদাবাজ রেহাই পাবে না। তিনি ৩ দিনের মধ্যে মাদক অপরাধীদেরকে আত্মসমর্পনের আল্টিমেটাম দেন।
প্রধান অতিথি রাসেল নূর বলেন, মাদক সকল অপরাধের মা হিসেবে চিহ্নিত, এ অপরাধ জাতীয় সমস্যা প্রশাসন পুলিশ যৌথ উদ্যোগে সমাধানের একমাত্র উপায়। যারা বিপদগামী হয়েছে তাদেরকে ভালো হওয়ার সব ধরণের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন।
প্রধান আলোচক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন বলেন, পুলিশ প্রশাসন মাদক নির্মূলে বাস্তবায়ন করলে আমরা তাদেরকে সহযোগীতা করব। মাদকের বিরুদ্ধে তিনি ৭১ এর ন্যায় আরেকটি যুদ্ধ ঘোষণা করেন।
বিশেষ অতিথি গাজীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মাদক সরবরাহ, উৎপাদন ও সেবনের বিরুদ্ধে এক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে মাদক সন্ত্রাস চাঁদাবাজ নির্মূলে পরিবার থেকে শুরু করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর জিরো টরারেন্স নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বক্তারা।