বৃহস্পতিবার ঢাকায় সাধারণ ছুটি
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 27th February 2019at 8:38 pm
FILED AS: বাংলাদেশ
101 Views
অনলাইন ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে প্রধান সড়কে বাস চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তাই বৃহস্পতিবার প্রধান সড়কগুলোতে বাস চলাচল করবে। এছাড়া এ দিন ঢাকায় সাধারণ ছুটি থাকবে ।
বুধবার ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান সিইসি কে এম নূরুল হুদা। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে সকল ধরনের যান চলাচল বন্ধের নির্দেশনা আছে। তবে মেইন রোডে বাস চলবে।
তিনি আরো বলেন, ঢাকা শহরে অনেক জরুরি বিষয় থাকে। কেউ এয়ারপোর্টে যাবেন, অ্যাম্বুলেন্স যাবেন, এক্সপোর্ট-ইমপোর্টের জিনিসগুলো যাবে- এরকম জিনিসগুলো বিবেচনা করে পুলিশকে নির্দেশনা দেওয়া আছে, যাতে এভাবে নিয়ন্ত্রিত হয়। ব্যাপকভাবে সব বন্ধ করে দেওয়া হয়নি।