সব

হিসাবে ভুল করলে পরিণতি ভয়াবহ: ইমরান খান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 27th February 2019at 8:48 pm
118 Views

 

অনলাইন ডেস্কঃ যুদ্ধ পরিস্থিতির লাগাম টেনে ধরতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দ্রুত আলোচনায় বসতে ভারতকে আমন্ত্রণও জানিয়েছেন তিনি। তার মতে, কোন পক্ষ হিসাবে ভুল করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যার পরিণতি হবে ভয়াবহ। খবর ডনের।

এর আগে বুধবার সকালে জম্মু-কাশ্মীরে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলটসহ বিমান বাহিনীর ৬ কর্মকর্তা নিহত হন। এ সময় এক বেসামরিক নাগরিকও নিহত হন। খবর এনডিটিভির। তবে পাকিস্তান বলছে, তারা গুলি করে দুটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে। এর একটি আজাদ কাশ্মীর এবং অপরটি জম্মু কাশ্মীরে ভূপাতিত হয়েছে।

ইমরান বলেন, ‘আমাদের হামলা করার একটাই উদ্দেশ ছিল। সেটা হল আমরা ভারতকে বোঝাতে চেয়েছি যদি ওরা আমাদের দেশে ঢুকে হামলা করতে পারে তাহলে জবাব দিতে আমরাও পারি।’

তিনি বলেন, ‘পাকিস্তানের মাটি থেকেই ভারতের দুটি মিগ বিমানকে নামান সম্ভব হয়েছে। আর তাই এখন সময় এসেছে যে আমরা সুস্থ বুদ্ধির ব্যবহার করি।’

ইমরান সতর্ক করে বলেন, ভারতকে বলতে চাই আমাদের দু’পক্ষের কাছে যে পরিমাণ অস্ত্র আছে তাতে হিসাবে ভুল করা চলে না। যদি ভুল করি তবে ভয়াবহ পরিণতি সামাল দেয়ার সামর্থ কী আমাদের আছে? এ ধরনের কাজ চলতে থাকলে বিষয়টি আমার নিয়ন্ত্রণে থাকবে না, মোদীর নিয়ন্ত্রণেও থাকবে না। আর তাই আমরা ভারতকে আলোচনায় বসতে অনুরোধ করছি।’


সর্বশেষ খবর