সব

উপজেলা পরিষদ নির্বাচনে নড়াইলের ৩টি উপজেলায় ৫৪ জনের মনোনয়ন পত্র জমা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 27th February 2019at 11:12 pm
98 Views

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ তৃতীয়ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নড়াইলের তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২৬ জন এবং ভাইস চেয়ারম্যান মহিলা পদে ১৫ জন মনোনয়ন পত্র জমা দেন।

এর মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ জন এবং মহিলা পদে ৪ জন। নড়াইলের লোহাগড়ায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ এবং মহিলা পদে ৬ জন।

নড়াইলের কালিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৮ জন এবং মহিলা ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন জমাদানের শেষ দিন মঙ্গলবার নড়াইলের তিনটি উপজেলায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থীসহ স্বতন্ত্রপ্রার্থীরা। নড়াইল সদর উপজেলায় আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন খান নিলু মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেনর কাছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা পরিষদের চেয়ারম্যান, এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ অচিন চক্রর্বর্তীসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া মিলন মল্লিক জাতীয় পার্টির ও এনপিপির নুরুল ইসলাম এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে বিপ্লব বিশ্বাস বিলো মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে যুবলীগ নেতা মাফুজুর রহমান মাফুজ, সাবেক জেলা ছত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান, সাবেক পৌর কাউন্সিলর কালু সাহা, মীর্জা রন্টুসহ ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, জেলা মহিলা আওয়মীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইসমত আরা, রানু বেগমসহ ৪ জন মনোনয়নপত্র জমা দেন। নড়াইলের লোহাগড়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী রাশিদুল বাশার ডলার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, মারুফ হোসেন ও আসাদুজ্জামান জামান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র জমা দেন। নড়াইলের কালিয়া উপজেলায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কৃষ্ণপদ ঘোষ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান খান শামীমূর রহমান ওছি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ এবং নূর আলম। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ মনোনয়নপত্র জমা দেন। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রার্থীদের সাথে।


সর্বশেষ খবর