সব

অভিনেত্রী শিল্পা সিন্দেকে ধর্ষণের হুমকি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 1st March 2019at 12:03 pm
72 Views

বিনোদন ডেস্কঃ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর একটি মন্তব্যে বিতর্কে জড়িয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটার নবজ্যোত সিং সিধু। সেই সময় পাশে তাকে সমর্থন জানিয়েছিলেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া অভিনেত্রী শিল্পা সিন্দে। আর তার জেরেই ধর্ষণের হুমকি পেলেন এই অভিনেত্রী।

কাশ্মীর ইস্যুতে শিল্পাকে সোশাল মিডিয়ায় নানাভাবে হুমকির মুখে পড়তে হয়েছে। তাতেই অভিনেত্রী আইনি পথে যাবেন বলেও জানিয়েছেন।
পুলওয়ামা হামলার পর সিধু বলেছিলেন, কিছু সন্ত্রাসবাদীর জন্য একটা দেশকে আমি কখনও দায়ী করি না। ওরা আমাদের জওয়ানদের হত্যা করে আমাদের সম্মানে আঘাত করেছে কাপুরুষের মতো। কিন্তু, এর জন্য গুরু নানকের মতাদর্শে দাঁড়ি লাগাতে পারব না।

এরপর থেকেই শুরু হয় সিধুর সমালোচনা। অনেকেই সিধুকে কপিলের শো থেকে বয়কটের দাবি তুলতে থাকে। সিধুকে সমর্থন জানিয়ে শিল্পা বলেছিলেন ভুল কিছু বলেননি সিধু। শিল্পার এই সমর্থনই তাকে হুমকির মুখে নিয়ে এসেছে। অন্যদিকে এই ঘটনার জেরে কপিল শর্মার শো থেকেও বাদ পড়তে চলেছেন সিধু।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ১৫মিনিটের দিকে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গি গোষ্ঠী। এ হামলায় কমপক্ষে ৪৯ ভারতীয় জওয়ান নিহত হয়। পরে এই হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মোহাম্মদ। তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এবারের হামলাকে সবচেয়ে বড় জঙ্গি হামলা বলা হচ্ছে।


সর্বশেষ খবর