শপথ নিলে সাংগঠনিক শাস্তি দেবে ঐক্যফ্রন্ট
অনলাইন ডেস্কঃ গণফোরাম থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান শপথ নিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম। তবে জাতীয় ঐক্যফ্রন্টের নিষেধ সত্ত্বেও শপথের বিষয়ে এখনো অনড় রয়েছেন তাঁরা।
শনিবার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন গণফোরাম ও জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলে তারা দুইজন ৭ মার্চ শপথ নেওয়ার ইচ্ছা পোষণ করেন।
শনিবার রাতে সুলতান মনসুর শপথের বিষয়ে গণমাধ্যমকে বলেন, শত প্রতিকূলতার মধ্যে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের ভোটের সেই মর্যাদা দিতে আমি শপথ নিচ্ছি। শপথের বিষয়ে আমি প্রথম থেকেই পজেটিভ।
শপথের বিষয়ে অপর সাংসদ মোকাব্বির খান বলেন, আমি এবং সুলতান মনসুর একসঙ্গে শপথ নেবো। ঐতিহাসিক ৭ মার্চে শপথ গ্রহণ করার জন্য আমরা দুজন সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছি।