গাজীপুর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুর শহর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির (ঔষধ ব্যবসায়ী সমিতির) বার্ষিক আনন্দ ভ্রমণ-২০১৯ সম্পন্ন হয়েছে।
২৫ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা জামালপুর জেলার বকশীগঞ্জে পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক নয়নাভিরাম লাউচাপড়ায় এ আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়।
সকাল ৭টায় গাজীপুর টাউনের বাসস্ট্যান্ড থেকে গাজীপুর শহর কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কর্মকর্তা, সদস্য ও তাদের স্ত্রী-সন্তান ও পরিজনসহ ৯০ জনকে নিয়ে সৌখিন পরিবহনের ২টি বাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। পথিমধ্যে সবাইকে মনোমুগ্ধকর রসাত্বক বচনে ও আনন্দ হাসিতে ভরপুর করেন সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)।
সকাল ৯টার দিকে ময়ময়নসিংহ টাউনে বাস থামিয়ে সকালের নাস্তা পরিবেশন করা হয়। দুপুর ১টার পর শেরপুরের গজনী-কর্ণজোড়া হয়ে বাস পৌঁছে যায় নির্ধারিত গন্তব্য লাউচাপড়ায়।
এরপর সবাই পরিদর্শন করতে থাকেন লাউচাপড়ার পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক নয়নাভিরাম। সেই সাথে আনন্দ ভ্রমণে আসা আগত পরিবারগুলো ছেলে মেয়ে নিয়ে আনন্দে মেতে উঠেন।
বিকাল ৪টায় আনন্দ ভ্রমণে আগত সকলকে নিয়ে শুরু হয় বনে ভোজন। ভোজন শেষে শুরু হয় আলোচনা সভা।
সভায় সমিতির সহ-সভাপতি মোঃ ইসমাইল সরকার (ইসমাইল ফার্মেসী)-এর প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে বক্তব্য রাখেন সমিতির সভাপতি মোঃ সাজ্জাত হোসেন (হেলেন ফার্মেসী), সহ-সভাপতি মোঃ শাকিক আহমেদ বুলবুল (মর্ডান ফার্মেসী), সহ-সভাপতি মোঃ বাহাউদ্দিন সরকার (গাজীপুর ড্রাগ হাউজ), সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ লুৎফর রহমান বাবুল (রহমান ফার্মেসী), সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম পারভেজ (বিসমিল্ল¬াহ ফার্মেসী), কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ ছাদেকুর রহমান কবির (কবির ড্রাগ হাউস), দপ্তর সম্পাদক মোঃ মাসুদুর রহমান মাসুদ (পান্না ফার্মেসী), ধর্ম সম্পাদক মোঃ আব্দুল খালেক (আরোগ্য নিকেতন), নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন বাচ্চু (লতিফ ফার্মেসী) প্রমুখ।
পরে সমিতির পক্ষ থেকে পুরস্কার হিসেবে সকল ফার্মেসীর মালিককে ১টি করে মগ দেওয়া হয়। প্রাকৃতিক নয়নাভিরাম পাহাড় পরিদর্শনের পর সন্ধ্যায় গাজীপুরের উদ্দ্যেশে রওয়ানা দিয়ে রাত ১২টায় গাজীপুর বাসস্ট্যান্ডে এসে আনন্দ ভ্রমণের সমাপ্তি ঘটে।