নাজমুলের হারিয়ে যাওয়ার গল্প, অন্তরায় অবহেলা-ক্ষোভ
খেলাধুলা ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দলের একজন অন্যতম সেরা পেসার ছিলেন নাজমুল হোসেন। মাশরাফির ইনজুরির মাঝে সময়টায় বাংলাদেশের স্ট্রাইক বোলার ছিলেন তিনি। ২০০৪ প্রথম ভারত বধ, এরপর ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে রূপকথা গল্প কিংবা দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের ইতিহাস জন্ম দেয়া নায়কদের মধ্যে একজন নাজমুল হোসেন ছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটা আরও ৩ থেকে ৪ বছর টেনে নেয়ার ইচ্ছা থাকলেও এমনটা করা হয়নি তার। অবহেলার শিকার হয়ে রাগে-ক্ষোভে ক্রিকেট খেলাই ছেড়ে দেন নাজমুল। তবে শেষ পর্যন্ত ভালোবাসার টানে ক্রিকেট ছাড়া হয়নি। তাই ক্রিকেটকে কোচিং ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন।
নাজমুল বলেন, ‘ডিভিশনে ৪০ জনের যে তালিকা করা হয় সেখানেও আমাকে রাখা হয়নি। এজন্য নিজের মধ্যে একটা আক্ষেপ তৈরি হয়ে গিয়েছিল। এরপর অনেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম কিন্তু কোনো রিপ্লে পাইনি। এসব কারণে নিজেকে ছোট মনে হতে থাকে। এরপর ধীরে ধীরে আড়ালে চলে যাই।’
তিনি বলেন, অনেকদিন ক্রিকেট খেলেও কোনো ফ্যান তৈরি করতে পারিনি। নীচে চলে গেলে সহায়তা করবে এমন কাউকেও পাইনি।
২০১২ সালে জাতীয় দলের ইনজুরির পড়ার পর যে পরিচর্যা দরকার ছিলো সেটাও পাননি ৩৮ ওয়ানডেতে ৪৪ উইকেট শিকারি নাজমুল। গত ৭ বছরে কেউই রাখেননি তার খোঁজ।