সব

তনু হত্যাকান্ডে তদন্ত দেশবাসীর কাছে তুলে ধরা হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 2nd April 2016at 2:55 pm
24 Views

00 (58)স্টাফ রিপোর্টারঃ সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আশ্বস্ত করে বলেছেন, তদন্তে যাই পাওয়া যাবে, তা দেশবাসীকে জানানো হবে।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভিক্টোরিয়া কলেজের এই ছাত্রী গত ২০ মার্চ খুন হওয়ার পর থেকে প্রতিবাদের ঝড় বইছে সারাদেশে। থানা পুলিশ, ডিবি হয়ে এখন হত্যাকাণ্ডের তদন্ত করছে সিআইডি।

এই তরুণীকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আদালতের নির্দেশে লাশ পুনরায় তুলে ময়নাতদন্ত হয়েছে। তবে এ রিপোর্ট যাই আসুক তা দেশবাসীকে জানানো হবে।

 


সর্বশেষ খবর