কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উন্নয়ন মেলা
কোটাললীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে দুই দিন ব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ হাজরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী উপস্থিত ছিলেন।