শরীর নিয়ে প্রশ্ন করায় চটলেন স্বস্তিকা
বিনোদন ডেস্কঃ মুখের ওপর সত্যি কথা বলতে কখনও তাঁর অসুবিধে হয়নি। তাতে কে কী মনে করলেন, তিনি তা একদম কেয়ার করেন না। অন্তত এমন ভাবেই স্বস্তিকা মুখোপাধ্যায়কে চেনেন সবাই। অভিনেত্রীর মন আর মুখ একই কথা বলে।
গত শুক্রবার নারী দিবসে ফের একবার মুখ খুললেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্য নিয়ে চলে দিনভর আলোচনা।
স্বস্তিকা সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি এই ছবিটা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম। অনেকেই স্তন নিয়ে প্রশ্ন করছে!… সব সময় পুরুষরা মেয়েদের স্তন নিয়েই শুধু প্রশ্ন করে কেন? ৃআমি একজন গর্বিত মা। আমি পাম্প ব্যবহার করিনি।’
স্বস্তিকার মেয়ে অন্বেষা কলেজ পড়ুয়া। মেয়ে তাঁর বন্ধু মতো। মাতৃত্বের পরে মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন স্বাভাবিক। তা নিয়েও যাঁরা প্রশ্ন তুলেছেন, তাঁদের স্পষ্ট জবাব দিয়েছেন অভিনেত্রী।