নতুনভাবে ফিরছেন সাজ আহমেদ
বিনোদন ডেস্কঃ তিনি একজন সফল সঙ্গীত পরিচালক। প্রজন্মের সঙ্গীত পরিচালকদের মধ্যে যারা ইতিমধ্যে চলচ্চিত্র, অডিও অ্যালবাম এবং স্টেজ প্রোগ্রামে নিজেদের যোগ্যতা মেলে ধরেছেন তাদের মধ্যে অন্যতম হলেন সাজ আহমেদ শাহরিয়ার।
সাজ আহমেদ শৈশব থেকেই গানের সঙ্গে জড়িত। তিনি লন্ডন ইউনিভার্সিটিতে পড়াকালীন ‘ওয়েস্টার্ন ক্লাসিক্যাল’ মিউজিকে তালিম নেন। আর তার কী-বোর্ডে হাতেখড়ি মাইলস ব্যান্ডের মানাম আহমেদের কাছে। তার কাছ থেকে দুই বছর কী বোর্ড বাজানোর ওপর তালিম নেন।
নতুন কাজ নিয়ে সাজ আহমেদ বলেন, শিগগিরই নতুন একটি গান নিয়ে তিনি হাজির হতে যাচ্ছি। যার সঙ্গীত পরিচালনা আমারই করা। কন্ঠশিল্পী বুশরা জাবিনও তার সঙ্গে নতুন এই গানে কন্ঠ দিবেন। আর নতুন এ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন তানিম রহমান অংশু। এরইমধ্যে এর কাজ শুরু হয়েছে।
তিনি আরও জানান, এটি প্রযোজনা করছে সি ইজ ডায়মন্ড এবং এস এস মিউজিক। স্পন্সর থাকবে আল হাসান ডায়মন্ড গ্যালারি। নতুন এই গানের রিমিক্স করেছেন দেশের জনপ্রিয় ডিজে ডিউক। আর গানটির সেকেন্ড ভার্সনটি করেছেন ডিজে সনিকা।
২০১২ সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার।
ছবিতে জনপ্রিয় শিল্পী আগুনের কণ্ঠে ‘পানসুপারী’ গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সাজ আহমেদ। ‘জোনাকীর আলো’ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকও তার করা। এরপর ইমপ্রেসের ছবি গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ছবির সবগুলো গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তিনি।