বিরামপুরে ফেরিওয়ালার ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ রবিউল ইসলাম , বিরামপুর (দিনাজপুর):দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের শাখা যমুনা নদীর পাড়ে গাছে ঝুলানো অবস্থায় রোববার সকালে হবিবর রহমান(৪৮) নামের এক ফেরিওয়ালার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। সে কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মৃত. কাফাজ উদ্দিনের ছেলে।
নিহতের বড় ভাই হাফিজুর রহমান জানান, রোববার সকালে এলাকাবাসীর কাছে জানতে পারি নদীর পাড়ে একটি গাছে হবিবরের লাশ ঝুলে আছে। আমি দ্রুত সেখানে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, এটি দেখে আতœহত্যা নয় বরং হত্যা বলে মনে হচ্ছে।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।