আশকোনায় “মেয়র ও কাউন্সিলরদের” ঝটিকা অভিযান !!
মোঃ শাহজালাল জুয়েলঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নব নির্বাচিত মেয়র মোঃ আতিকুল ইসলাম ও ৪৯ নং ওয়ার্ড এর নব নির্বাচিত কাউন্সিলর “আনিসুর রহমান নাঈম” এক ঝটিকা অভিযান চালিয়েছে আশকোনা সহ আশে পাশে এলাকায়।
আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করে উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ।
এ সময় আশকোনা থেকে হাজীক্যাম্প সড়ক ,কসাইবাড়ী রেলগেটের অবৈধ স্থাপনা,কসাইবাড়ী ট্রাকস্ট্যান্ড সহ আশে পাশে এলাকার নানান দুর্ভোগ তারা পর্যবেক্ষণ করেন।
৪৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর আনিসুর রহমান নাঈম বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পর মেয়র আতিকুল ইসলাম আশ্বস্ত করেন রেল রাস্তার অবৈধ স্থাপনা,খাল দখল করে বাড়ী তৈরী ,আশকোনা সহ আশেপাশের এলাকার পয়নিস্কাশন ব্যবস্থা, সোয়ারেজ লাইন,রাস্তা দখল করা বাড়ী সব এক এক করে সমাধান হবে।
কাউন্সিলর আনিসুর রহমান নাঈম আমারবাংলা২৪.কম.বিডি কে বলেন, আমি জনগণকে কথা দিয়েছি আমি আমার এলাকার যত ধরনের সমস্যা তা এক এক করে সমাধান করে দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাল্লাহ, শুধু সবাই আমার পাশে থেকে আমায় উৎসাহ ও অনুপ্রেরণা দিবেন। যেহেতু এটি নতুন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় এসেছে আমি অবশ্যই এলাকার সাধারন জনগনকে শহরে থাকার শতভাগ আমেজ দিতে সর্বাত্মক চেষ্টা করবো।