সব

যারা আমাদের নিরাপত্তা দিতে পারবে, আমরা সেখানে খেলতে যাব

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 15th March 2019at 3:58 pm
FILED AS: খেলা
88 Views

 

ডেস্ক রিপোর্টঃ নিউজিল্যান্ডে এখন খেলার কোন পরিস্থিতিই নেই। এ ধরণের ঘটনা যে কোন দেশেই ঘটতে পারে। কিন্তু আমরা অন্য দেশকে যেভাবে নিরাপত্তা দেই সেইভাবে নিরাপত্তা পাই না। বিশেষ করে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশে। যারা আমাদের নিরাপত্তা দিতে পারবে আমরা সেখানে খেলতে যাব বলে মন্তব্য করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, ‘বাংলাদেশ দলের সদস্যরা যখন নামাজ পড়তে যাচ্ছিল তখন দলের সঙ্গে কোন সিকিউরিটি ছিল না। এ বিষয়টি খতিয়ে দেখতে হবে।’

নাজমুল হাসান পাপন জানান, দলের সঙ্গে থাকা সকলে নিরাপদে আছেন। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনায় চেষ্টা চলছে। দলের সবাই এক সঙ্গে ছিল না।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে আল নূর নামের মসজিদে ওই হামলা হয়। আল নূর ছাড়াও হামলা হয়েছে ক্রাইস্টচার্চের আরেকটি মসজিদেও। এতে সব মিলিয়ে দুই বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন।এ হামলায় অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়ড়ারা


সর্বশেষ খবর