সব

জন্মদিনে আমির খানের নতুন সিনেমার ঘোষণা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 17th March 2019at 3:22 pm
69 Views

বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার আমির খান। রুপোলি পর্দায় নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য নিজেকে নিংড়ে দেন। সম্প্রতি নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি। সিনেমার নাম ঠিক করেছেন ‘লাল সিং চাড্ডা’। যেটি যৌথভাবে নির্মাণ করবে ভিয়াকম ১৮ মোশন পিকচাস এবং আমির খান প্রোডাকশন।

সিনেমাটি হবে টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’র রিমেক। যেটি মুক্তি পেয়েছিলো ১৯৯৪ সালে। সিনেমাটির গল্পে অনুপ্রাণিত হয়ে আমির এর রিমেক নির্মাণে উৎসাহী হন। এতে আমির খান থাকবেন টম হ্যাঙ্কসে চরিত্রে। এটি পরিচালনা করবেন অদ্বৈত চন্দন।
সিনেমাটি নিয়ে আমির খান বলেন, সিনেমাটি জন্য আমাকে একজন রোগাকার ব্যক্তি হিসেবে তৈরি করতে হবে। এর জন্য আমাকে ২০ কেজি ওজন কমাতে হবে। চলতি বছরের অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু করব।


সর্বশেষ খবর