সব

বঙ্গবন্ধু অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাইঃ ড. কামাল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 18th March 2019at 9:28 pm
74 Views

 

অনলাইন ডেস্কঃ গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, সত্যিকার অর্থে আমরা যদি বঙ্গবন্ধুকে সম্মান জানাতে চাই, তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই, তাহলে আমাদের জীবন উৎসর্গ করার শপথ নিতে হবে। সেজন্য পাড়া মহল্লায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, ঘরে ঘরে শপথ নিতে হবে।

আজ সোমবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে গণফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, আমাদের দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কি হচ্ছে? আইনের শাসন আছে? মানুষের ভোটের অধিকার আছে?’ এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘না..না..’ বলে জবাব দেন। এর উত্তরে ড. কামাল বলেন, আমি আরো আনন্দ বোধ করতাম যদি সবাই হ্যাঁ হ্যাঁ উত্তর দিতেন। আজকে স্বাধীনতার ৪৮ বছর পর কেন আমাদের এসব শুনতে হচ্ছে।


সর্বশেষ খবর