সারাবিশ্বে মুসলিমদের উপর হামলার প্রতিবাদে তিতুমীর কলেজ এ মানববন্ধন
মোঃ সাখাওয়াত হোসেনঃ নিউজিল্যান্ড ও অষ্ট্রেলিয়ার মসজিদে হামলার প্রতিবাদে মানব বন্ধন।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ তিতুমীর কলেজ শাখার উদ্দোগ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিট এ মানববন্ধন শুরু হয়।
মানববন্ধন এ উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ইসলামী শাসনতন্ত্র ছাত্রআন্দোলন এর সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
সভাপতি জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, সম্প্রতি নিউজল্যান্ড ও অষ্ট্রেলিয়ার মসজিদে যে হামলা হয়েছে তাকে জংগী হামলা না বলে সন্ত্রাসী হামলা বলে যে মিথ্যাচার করছে তর দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। সারাবিশ্বে মুসলমানদের জংগি বানানোর হীন ষড়যন্ত্র চলছে আর উল্টো তাদের উপরই হামলা চালিয়ে মিথ্যাচার করা হচ্ছে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে বাংলাদেশ সহ সারাবিশ্বের মুসলমানরা সংঘবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দেন এই নেতা।