সব

আন্তর্জাতিক নৌবন্দর হবে রাজশাহীতে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 25th March 2019at 8:07 pm
102 Views

আমারবাংলা ডেস্কঃ ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্য বাড়াতে রাজশাহীতে হবে আন্তর্জাতিক নৌবন্দর। নৌবন্দর স্থাপনের জন্য একটি গভীর চ্যানেল তৈরি করতে শিগগিরই পদ্মা নদী খনন করে নাব্যতা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে এই কাজ বাস্তবায়ন েেহব। এনিয়ে দুই দেশের মধ্যে আলোচনাও হয়েছে। শিগগিরই ভারতের একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে আসবেন রাজশাহীতে। তবে এর আগেই সরকারি উদ্যোগে পদ্মাপাড়ের ৬ কিলোমিটার জুড়ে শুরু হয়েছে খনন কাজ। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ৫৭ কোটি টাকা ব্যয়ে সোনাইকান্দি থেকে পাঠানপাড়া পর্যন্ত ৬ কিলোমিটার এলাকা খনন করা হবে। যাতে খনন হবে ২৬ লাখ ঘন মিটার মাটি। ড্রেজার অপারেশন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম গোলাম সরওয়ার বলেন, মধ্য জুন পর্যন্ত তারা এই নদীতে ড্রেজিং করবেন। এর মধ্যে যতটুকু খনন করার কথা তা সম্পন্ন করা না গেলে, পরের শুকনো মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ভারত থেকে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে এই নৌবন্দরটি সাশ্রয়ী হবে। বাংলাদেশের ব্যবসায়ীরা কম খরচে পণ্য নিয়ে আসতে পারবেন। আবার ভারতের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করে উৎপাদিত পণ্য তার দেশে বা বিদেশে পাঠাতে পারবেন। মূলত এখানে নৌবন্দরটি হলে দুই দেশের ব্যবসায়ীরা লাভবান হবেন। উল্লেখ্য, পাকিস্তান আমলেও রাজশাহীতে নৌবন্দর ছিল। ভারতসহ দেশের বড় বড় জাহাজ মালামাল নিয়ে রাজশাহীতে আসত। জাহাজে করেই ঢাকায় যেত রাজশাহীর মিষ্টি আম। তবে ফারাক্কার বাঁধের পর মরা পদ্মায় এখন বর্ষার তিন মাস ছাড়া সারাবছর বালুচর জেগে থাকে। এই বালু সরিয়ে আবারও সেখানে নৌবন্দর গড়ে তোলার চেষ্টা চলছে।


সর্বশেষ খবর