সব

উত্তরার বাসা থেকে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 26th March 2019at 11:20 pm
77 Views

 

অনলাইন ডেস্কঃ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে বৈশাখী আক্তার (১২) নামে এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৫ নম্বর বাড়ির ছয়তলার একটি ফ্ল্যাটে কাজ করত শিশুটি।

মঙ্গলবার দুপুরে তার লাশের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শিশুটির স্বজনদের অভিযোগের ভিত্তিতে বাড়িটির সামনের সড়কে বিক্ষোভ শুরু করে এলাকার লোকজন। বিক্ষোভকারীরা বাসার আসবাবপত্র রাস্তায় নামিয়ে আগুনও ধরিয়ে দেয়। সন্ধ্যা ৬টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

গৃহকর্তা রিফাত ফেরদৌসের বাসায় কাজ করত বৈশাখী। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তিনি। এক শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে রিফাত বসবাস করেন ওই ফ্ল্যাটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তাকে।

এদিকে স্থানীয় লোকজন জানায়, বৈশাখীর পরিবার বাউনিয়া এলাকায় থাকে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ওই বাসার সামনে ছুটে আসে। কিন্তু কাউকেই বাসার ভেতর ঢুকতে দেওয়া হচ্ছিল না। ওই সময় মেয়েটির স্বজনরা রিফাতের বাসার সামনে কান্নাকাটি শুরু করে। তখন এলাকার লোকজন সেখানে গেলে বৈশাখীর পরিবারের লোকজন জানায়, মেয়েটিকে মেরে ফেলা হয়েছে। এরপরই এলাকার লোকজন বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈশাখী যে বাসায় কাজ করত সেখানে ইটপাটকেল ছুড়ে মারে বিক্ষোভকারীরা। বাসার সামনে বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র জড়ো করে ও টায়ার এনে তাতে আগুন ধরিয়ে দেয়। এক পর্যায়ে বাসাটির নিচতলায় রাখা একটি সাইকেল ও পরিত্যক্ত কিছু আসবাব বের করে আগুন ধরিয়ে দেয় তাতেও। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে গেলেও বাধা দেয়। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে চলে যায় তারা।

পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার কামরুজ্জামান বলেন, ‘বৈশাখীর স্বজন ও এলাকাবাসীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ঘটনায় আপাতত অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ খবর