বিশ্বের সবচে’ উঁচু ভবনে ভেসে উঠল বাংলাদেশের পতাকা
আমারবাংলা ডেস্কঃ বাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এই প্রথমবারের মত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় ভেসে উঠে বাংলাদেশের পতাকা। মঙ্গলবার ভবনটি সবুজের মাঝে লাল রঙের বৃত্তে আলোকিত হয়।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অবস্থিত এই ভবনে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯ টা ৪৫ মিনিটে ২৫ সেকেন্ড বাংলাদেশের পতাকায় রূপ নেয়। সঙ্গে ছিল শ্রদ্ধা স্বরূপ ঝর্ণা শো। এরই মাধ্যমে এই প্রথমবারের মতো লাল সবুজের রঙ মাখলো বিশ্বের উঁচু ভবন।
এসময় আলোকসজ্জা দেখতে আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা প্রবাসীরা উল্লাসে মেতে উঠেন। ‘বাংলাদেশ বাংলাদেশ’ ধ্বনিতে প্রকম্পিত হয় দুবাই ভবন চত্তর। প্রবাসীরা আরব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান, বিশেষকরে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রতি তিনি যে শ্রদ্ধা ও ভালোবাসা দেখালেন তাতে তারা মুগ্ধ ও কৃতজ্ঞ।