সব

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিতুমীর কলেজে স্বাধীনতা দিবস পালিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 27th March 2019at 9:27 pm
86 Views
মোঃ সাখাওয়াত হোসেনঃ গোটা দেশের মতো রাজধানীর সরকারি তিতুমীর কলেজও আড়ম্বরে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০১৯। দিবসের তাৎপর্য তুলে ধরে হয়েছে আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে যুগপৎভাবে কাজ করতে হবে। এগিয়ে যেতে হবে সোনার বাংলার চূড়ান্ত লক্ষ্যে।
মঙ্গলবার বেলা ১১ টায় তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় স্বাধীনতা দিবসের আলোচনা সভা।
শুরুতেই আধ ঘন্টাব্যাপী একটি মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। কলেজের উদ্যোগে আয়োজিত ওই সভায় ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব আকবর হোসেন পাঠান (ফারুক) বলেন, যতদিন পদ্মা মেঘনা টিকে থাকবে ততোদিন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নাম রয়ে যাবে। তাদের স্বপ্ন বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। এখনও জিইয়ে থাকা সকল পাশবিক শক্তিকে দমন করতে হবে।
মুখ্য আলোচকের বক্তব্যে ওয়ার্ল্ড  ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এবং প্রতিষ্ঠাতা এমিরিটাস প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান। এটিকে ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের আসল ইতিহাস সবাইকে জানাতে হবে। মুক্তিযুদ্ধের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ, ড. মোসা: আবেদা সুলতানা। এড়াও বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি মো: রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল মোড়লসহ কলেজ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ খবর