বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে গেলেন কোটালীপাড়া উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি- রনী আহম্মেদঃজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নব নির্বাচিত কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের ২য় মেয়াদে যাত্রা শুরু।
গত ২৪ মার্চ ৫ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীক নিয়ে বিমল কৃষ্ণ বিশ্বাস বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার জাতির জনক বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যান নব নির্বাচিত চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মি রানী সরকার। এ উপলক্ষে ভাঙ্গারহাটে তার দলীয় কার্যালয় হয়ে উপজেলা চত্বরে উপস্থিত হয় নেতাকর্মীরা।
এ সময় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ, দোয়াত কলমের কর্মী সমর্থক, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মী বৃন্দ এ ছফরে অংশগ্রহন করেন। কোটালীপাড়ার পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখের পিতা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ লুৎফর রহমান শেখের নেত্রিত্বে বহুসংখ্যক মুক্তিযোদ্ধারা এর মাজার জিয়ারতের ছফর সঙ্গী হন। বেলা ১১টায় বঙ্গন্ধুর মাজারে উপস্থিত হয়ে পুস্পমাল্য অর্পন করেন বিমল কৃষ্ণ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মি রানী সরকার।
এ সময় তার সাথে হিরন ইউপি চেয়রম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া, পিনজুরী ইউপি চেয়ারম্যান আবু সাইদ সিকদার, কান্দি ইউপি চেয়ারম্যান উত্তম বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, শেখ হাসিনা কলেজের প্রভাষক আলাউদ্দিন হাওলাদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাদল খান, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন খান, পৌর যুবলীগ সভাপতি জামাল হোসেন শেখ, সাধারন সম্পাদক মিজানুর রহমান, সিরাজ সরদার, পিনজুরী ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আক্রাম হোসেন, যুবলীগ নেতা বাবুল হোসেন শেখ, সাদুল্লাপুর যুবলীগ নেতা দিলিপ বাড়ৈ ও কৃষ্ণ প্রসাদ মজুমদার উপস্থিত ছিলেন।
এ সময় ৭৫’র ১৫ আগষ্টের কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের স্মারনে ফাতেহা পাঠ শেষে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।