চাপাইনবাবগঞ্জের বারোঘরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 28th March 2019at 8:07 am
FILED AS: জেলা সংবাদ
111 Views
রাজশাহী প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়ায় রাস্তার ফুটপাত ও হাটের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার থেকে এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন।
অভিযানে মহানন্দা সেতুর গোলচত্বরের পাশ্বে, মহানন্দা নদীর তীর ঘেশে ও চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সামনের ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকানপাট এবং বারোঘরিয়া বাজারের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে মহানন্দা সেতুর গোলচত্বরের পাশ্বে, মহানন্দা নদীর তীর ঘেশে ও চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসির সামনের ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকানপাট এবং বারোঘরিয়া বাজারের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাশ্বের ফুটপাত এবং বারঘরিয়া হাটের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট সরানোর জন্য অনেক আগেই নোটিশ পাঠানো হয়েছিলো। এমনকি মাইকিং করে তাদের এই স্থান ছেড়ে দেয়ার জন্য অনেকবার অনুরোধ জানানো হয়েছিলো। নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো না সরানোর জন্য উপজেলা প্রশাসন জনগণের স্বার্থ রহ্মার্থে নিজ উদ্যোগে এসব স্থাপনা উচ্ছেদ করতে বাধ্য হয়েছে।
তিনি আরো বলেন, মূলত রাস্তার ফুটপাত ও হাটের জায়গা ফিরিয়ে দিতেই প্রায় ২৫টিরও বেশি অবৈধ দখলের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। হাটের জায়গায় কিভাবে দোকানপাট তৈরি হবে এবং তা বরাদ্দ দেয়া হবে তা উপজেলা হাটবাজার কমিটি আলোচনায় বসে পরবর্তীতে সিদ্ধান্ত নিবেন।