এবার ২০ কেজি ওজন কমানোর চেষ্টায় আমির খান
বিনোদন ডেস্কঃ নিজেকে একেবারে চরিত্রের মতো করে তৈরি না করে ক্যামেরার সামনে দাঁড়ান না বলিউড সুপারস্টার আমির খান। তাই আমিরকে দেওয়া হয়েছে ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ উপাধি! সিনেমার প্রয়োজনে এবার নিজের ২০ কেজি ওজন কমানো অভিযানে নেমেছেন তিনি।
জানা গেছে, সম্প্রতি অস্কার জয়ী অভিনেতা টম হ্যাংক্স অভিনীত ‘ফরেস্ট গাম্প’ (১৯৯৪) সিনেমার রিমেকে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন ‘পিকে’খ্যাত অভিনেতা। অদ্বৈত চন্দন পরিচালিত এর হিন্দি ভার্সনের নাম থাকছে ‘লাল সিং চাড্ডা’। এতে একেবারে রোগা একজন ব্যক্তি হিসেবে হাজির হবে আমির। আর তাই তার এই প্রচেষ্টা!
সম্প্রতি আমির খান জানিয়েছেন, প্রখ্যাত পুষ্টিবিদ মি. ধুরন্ধরের তত্ত্বাবধানে আমির শরীরের রূপান্তর কাজ শুরু করছেন। এর আগে ‘দঙ্গল’ সিনেমার জন্য এই একই ব্যক্তির অধীনে ছিলেন তিনি। এবার তার শরীরের ওজন কমানোর প্রক্রিয়া চলবে প্রায় ছয় মাস।
সিনেমাটি ২০২০ সালের দিওয়ালিতে মুক্তি পাবে। ভায়াকম ১৮ মোশন পিকচার্সের সঙ্গে যৌথভাবে আমির খান নিজেও সিনেমাটি প্রযোজনা করছেন বলে জানা গেছে।