সব

স্টাম্পে লাগলো বল, তবুও টিকে রইলেন ধোনি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 1st April 2019at 4:15 pm
FILED AS: খেলা
70 Views

খেলাধুলা ডেস্কঃ আইপিএল-এ গতরাতে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের ম্যাচে ৬ নম্বর ওভারে মাহিন্দ্র সিং ধোনি ব্যাট করার সময় এক মজার ঘটনা ঘটে। বল করছিলেন জোফরা আর্চার। প্রথমে বল এসে লাগে ধোনির পায়ে। তারপর গিয়ে লাগে স্টাম্পসে। কিন্তু বেল পড়েনি।

এ ঘটনায় রাজস্থান রয়্যালসের সবাই অবাক হয়ে যান। স্টিভ স্মিথ তো ভুত দেখার মতো চমকে ওঠেন।
অন্যদিকে ক্যাপ্টেন কুল ছিলেন বরাবরের মতোই নির্বিকার। ঘটনার পর তিনি কেবলমাত্র বল কুড়িয়ে নেওয়ার সুযোগ দিয়ে নিজের ক্রিজ থেকে সরে দাঁড়ান ও শ্যাডো প্র্যাকটিস শুরু করেন।

ঘটনাটি ঘটে পাওয়ার প্লে-এর শেষ ওভারে। চেন্নাইয়ের তখন ২৮ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল। ব্যাট করছিলেন ধোনি এবং সুরেশ রায়না। শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু ও কেদার যাদব ততক্ষণে আউট হয়ে গেছেন। এমন অবস্থায় এ ঘটনা নিশ্চিত বিপর্যয় থেকেই বাঁচিয়ে দেয় ধোনিকে।

স্টাম্পে বল লাগার পরও বেল না পড়ায় রাজস্থানের ফিল্ডারদের মধ্যে উত্তেজনা ও সন্দেহ দানা বাঁধে। একজন ধারাভাষ্যকার বলেই বসেন এবার হয়তো রাজস্থান রয়্যালস রিভিউ করে দেখতে চাইবে যে ধোনি বল পা দিয়ে সরানোর চেষ্টা করেছেন কি না।

রিপ্লেতে দেখা যায় ধোনি তেমন কোনও কাজই করেননি তাই রিভিউয়ের প্রশ্ন আর ওঠেনি।

এমএস ধোনি আগেও এই ধরনের বিস্ময়কর কাজ করেছেন। আইপিএল কর্তৃপক্ষ টুইটারে সেই ভিডিও শেয়ার করে লিখেছে “থালা ধোনি এফেক্ট? বেলও পড়তে চায় না।”


সর্বশেষ খবর