সব

এনগেজমেন্ট হয়ে গেল আলিয়া-রণবীবের?

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 2nd April 2019at 3:15 pm
67 Views

বিনোদন ডেস্কঃ আলিয়া ভাট ও রণবীর কাপুরের নাম ট্রেন্ডিং তালিকায় নেই এমন দিন বোধহয় ইদানীংকালের মধ্যে একটিও যায়নি।

সংবাদ সংস্থা ডিএনএ’র রিপোর্ট অনুযায়ী, আলিয়া এবং রণবীরের নাকি ইতিমধ্যেই এনগেজমেন্ট হয়ে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের সেন্ট মরিসে হাঁটু গেড়ে বসে আলিয়াকে প্রোপোজ করেছেন রণবীর। আর আলিয়াও তাতে হ্যাঁ বলেছেন।

তবে আলিয়া বা রণবীর কেউই এই সংক্রান্ত প্রশ্নের কোনও উত্তর দেননি।

রিপোর্টে প্রকাশিত, রণবীর কাপুর সম্প্রতি অনুষ্ঠিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে হাঁটু গেড়ে বসে আলিয়াকে প্রোপোজ করেন সুইজারল্যান্ডের সেন্ট মরিসে। তারপর তারা একটি বড় পার্টির আয়োজন করেছিলেন এনগেজমেন্ট অনুষ্ঠান উপলক্ষে। রণবীরের হাবভাব দেখে আলিয়া ভাট লজ্জায় একেবারে লাল হয়ে গিয়েছিলেন।

সাম্প্রতিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আলিয়া ভাট বলেছিলেন, “আজকে ভালোবাসার রাত, আমার জীবনের বিশেষ মানুষটির জন্য, আই লাভ ইউ রণবীর।”

আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে একসঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে। সেখানে রয়েছেন অমিতাভ বচ্চন, ডিম্পল কপাডিয়া, মৌনি রায় এবং আক্কিনেনি নাগার্জুন।

সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর