সব

বেতনে সবাইকে ছাড়িয়ে শীর্ষে মেসি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 2nd April 2019at 3:24 pm
FILED AS: খেলা
71 Views

খেলাধুলা ডেস্কঃ বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার কে? এই প্রশ্নের উত্তর নির্দিষ্ট করে কখনোই কেউ দিতে না পারলেও ভক্তদের জানার আগ্রহের শেষ নেই। নতুন এক তালিকায় সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়দের মধ্যে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।

সম্প্রতি সবচেয়ে বেশি সম্মানি পাওয়া খেলোয়াড় ও কোচের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। সেই তালিকায় খেলোয়াড়দের মধ্যে সবার উপরে স্বাভাবিকভাবেই বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি।
অন্যদিকে কোচের তালিকায় শীর্ষে রয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদ বস দিয়েগো সিমিওনে।

সর্বোচ্চ আয়ের খেলোয়াড়ের তালিকা:

১. লিওনেল মেসি (বার্সেলোনা): ১৩০ মিলিয়ন ইউরো

২. ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস): ১১৩ মিলিয়ন ইউরো

৩. নেইমার (পিএসজি): ৯১.৫ মিলিয়ন ইউরো

৪. এন্টনি গ্রিজম্যান (অ্যাতলেটিকো মাদ্রিদ): ৪৪.৫ মিলিয়ন ইউরো

৫. গ্রেথ বেল (রিয়াল মাদ্রিদ): ৪০.২ মিলিয়ন ইউরো

সর্বোচ্চ আয়ের কোচের তালিকা:

১. দিয়োগো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ): ৪১.২ মিলিয়ন ইউরো

২. হোসে মরিনহো (সাবেক ম্যান ইউ): ৩১ মিলিয়ন ইউরো

৩. থিয়েরি হেনরি (সাবেক মোনাকো): ২৫.৫ মিলিয়ন ইউরো

৪. পেপ গার্দিওয়ালা (ম্যান সিটি): ২৪.১ মিলিয়ন ইউরো

৫. আর্নেস্তো ভালভারদে (বার্সেলোনা): ২৩ মিলিয়ন ইউরো


সর্বশেষ খবর