অবস্থান কর্মসূচি থেকে সরে গেলেন ডাকসুর ভিপি
অনলাইন ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে সরে গেলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। বুধবার সকাল ১১টায় তিনি কর্মসূচি স্থগিত করেন।
ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে এক শিক্ষার্থীকে মারধর ও ডাকসু ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাত পৌনে ৮টা থেকে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ভিপি নুরুল হক নুরসহ প্রতিবাদী শিক্ষার্থীরা।
এসএম হলে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা নুরের ওপর ডিম নিক্ষেপ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। হামলার পর ভিপি নুরকে হল প্রাধ্যক্ষের কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন ভিপি নুর।
তবে ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করে। সারা রাত ভিসির বাসভবনের সামনে অবস্থানের পর সকালে কর্মসূচি স্থগিত করেন নুর।