সব

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 3rd April 2019at 8:38 pm
65 Views

 

অনলাইন ডেস্কঃ ভারতের নবনিযুক্ত হাই কমিশনার রিভা গাঙ্গুলী আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রী নবনিযুক্ত হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. মোমেন বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। সময়ের আবর্তনে এ সম্পর্ক পারস্পরিক বিশ্বাসের ওপর ভর করে পরিপক্কতা লাভ করেছে। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে স্থল সীমানা, সাগরের সীমানাসহ অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে। পৃথিবীর মধ্যে এটা আদর্শ মডেল হিসেবে চিত্রিত হতে পারে।

ড. মোমেন গত ৭-৮ ফেব্রুয়ারি জয়েন্ট কনসালটেশান কমিশনে সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকের বিষয়ে স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের এ সম্পর্ক আরও গভীর ও উষ্ণ হবে। পররাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত হাই কমিশনারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁর কার্যকালীন সময়ে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


সর্বশেষ খবর