সব

মানিকগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 4th April 2019at 6:35 am
146 Views

কামরুল হাসান খানন: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী কান্দাপাড়া এলাকা থেকে বিথী(১৮) নামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

ঘিওর সরকারি কলেজে অধ্যয়নরত একাদশ শ্রেণীর ছাত্রী বিথী খলসী কান্দাপাড়া এলাকার ভ্যানচালক মোঃ বিশুর মিয়ার কনিষ্ট কন্যা।

বুধবার দুপুরে ১২ টায় নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, অজ্ঞাত কারণে তার বাড়ির নিজ ঘরের আড়ার সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা । পরে তাৎক্ষনিকভাবে তাকে নামিয়ে দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় স্বজনরা। তবে তার মৃত্যুর ব্যাপারে কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও বিথীর মৃত্যু স্বাভাবিক নয় বলে মনে করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সুনীল কুমার কর্মকার জানান, সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিথীর মৃত্যুর কারণ এখন পর্যন্ত স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ খবর