সব

খিলগাঁও আগুনে পুড়েছে শতাধিক দোকান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 4th April 2019at 3:43 pm
63 Views

 

অনলাইন ডেস্কঃ রাজধানীর খিলগাঁও রেলগেট সংলগ্ন কামারপট্টি বাজারে আগুনে পুড়েছে প্রায় শতাধিক দোকান। পুড়ে গেছে নূর হোসেনের পোশাক বিক্রির দোকানও। মাত্র তিন দিন আগে এপ্রিলের ১ তারিখে এই বাজারে নতুন স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন নূর।

নূর হোসেন বলেন, আগে বায়তুল মোকাররমে ফুটপাতে কাপড় বিক্রি করতাম। ফুটপাত তুলে দেওয়ায় মার্কেটে দোকান নিয়ে নতুনভাবে বেঁচে থাকার যুদ্ধে নামি। কিন্তু তাও এখন শেষ। দুই সন্তানকে নিয়ে কিভাবে দিন চলবে এখন আমার?

এপ্রিলের ১ তারিখে কামারপট্টি বাজারে তৈরি পোশাকের ব্যবসা শুরু করেন নূর। নিজের টাকা ও ১ লাখ টাকা ঋণ করে প্রায় ৪ লাখ টাকার মালামাল তোলেন দোকানে। কিন্তু রাতের আগুন ছাই করে দেয় তার স্বপ্ন।

নুর হোসেন বলেন, ব্যবসা করে সংসার চালাতাম। এখন ব্যবসাও গেলো, পুঁজিও গেলো। সংসার চলবে এখন কিভাবে?

গত কয়েক দিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগের মধ্যেই বুধবার রাত ৩টা ১৫ মিনিটের দিকে আগুন লাগে এই বাজারে।

ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল তা এখনও জানা যায়নি।


সর্বশেষ খবর