হাসপাতাল ছাড়লেন ওবায়দুল কাদের
অনলাইন ডেস্কঃ এক মাস চিকিৎসার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হাসপাতাল ছেড়েছেন। এর আগে সিঙ্গাপুর স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টার পর (বাংলাদেশ সময় দুপুর ১টার কিছুক্ষণ পর) মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি।
একটি ভিডিও ফুটেজে দেখা যায়, হাসপাতাল ছেড়ে হেঁটে গাড়িতে উঠছেন ওবায়দুল কাদের। এসময় সেখানে উপস্থিত লোকজনকে উদ্দেশ করে তাকে হাত নাড়তেও দেখা যায়।
এর আগে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট ডা. আবু নাসের রিজভী জানান, ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ। ফলোআপ চিকিৎসার জন্য আরো কিছুদিন তিনি সেখানে থাকবেন। আজ সিঙ্গাপুর সময় বিকাল তিনটায় (সম্ভাব্য সময়) তাঁকে রিলিজ দেয়া হবে হাসপাতাল থেকে।