দেশে ১ কোটি ৯০ লাখেরও বেশি শিশু ঝুঁকিতেঃ নিউইয়র্ক
অনলাইন ডেস্কঃ জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশেষ করে ঘূর্ণিঝড়, বন্যা ও পরিবেশগত অন্যান্য বিপর্যয় বাংলাদেশের ১ কোটি ৯০ লাখেরও বেশি শিশুর জীবন ও ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলছে। শুক্রবার ঢাকা, জেনেভা ও নিউইয়র্ক থেকে একযোগে প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ইউনিসেফের এই প্রতিবেদনে শিশুদের নিরাপদ রাখতে এবং গুরুত্বপূর্ণ সেবাগুলোর ওপর প্রভাব হ্রাসে জরুরি পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়। ইউনিসেফের নতুন এ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশিরা দুর্যোগ মোকাবেলায় প্রশংসনীয় সক্ষমতা অর্জন করলেও দেশটির নবীনতম নাগরিকদের জন্য জলবায়ু পরিবর্তনজনিত বিপদ এড়াতে জরুরি ভিত্তিতে আরও সম্পদ ও উদ্ভাবনী কর্মসূচি প্রয়োজন।
চলতি সালের মার্চের শুরুতে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েত্তা ফোরের বাংলাদেশ সফরের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী পরিবেশগত যে হুঁমকি মোকাবেলা করছে, তা আরও বাড়িয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তন। এর ফলে তারা তাদের সন্তানদের যথাযথভাবে রাখতে, খাওয়াতে এবং স্বাস্থ্যবান ও শিক্ষিত করে গড়ে তুলতে সক্ষম হচ্ছে না।
বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিশুদের বাঁচিয়ে রাখা এবং তাদের উন্নয়নে দেশগুলোর অনেক অর্জন জলবায়ু পরিবর্তনের কারণে ম্লান হওয়ারও আশঙ্কা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।