সব

প্যারোলে যদি কাউকে মুক্তি, সুনির্দিষ্ট কারণ দেখাতে হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 6th April 2019at 7:54 pm
76 Views

 

অনলাইন ডেস্কঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্যারোলে যদি কাউকে মুক্তি দিতে হয় তাহলে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করতে হয়। কিন্তু তাঁর (খালেদা জিয়া) প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো আবেদন পায়নি সরকার। যদি আবেদন পায় তাহলে বিষয়টি বিবেচনা করবে সরকার।

আজ শনিবার বেলা ১টায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি এলাকায় নবনির্মিত বাহাদুরাবাদ ঘাট নৌ থানা ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাতক্ষীরা পুলিশের অনিয়মের বিষয়ে দেশের ১৩ হাজার পুলিশ দুর্নীতিগ্রস্ত কি-না, উচ্চ আদালতের এমন মন্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দেশের কেউই আইনের উর্ধ্বে নয়, সেটা এই দেশের জনগণ বারবার প্রমাণ পেয়েছে। আমরা এটাই দেখে আসছি। দেশের সব পুলিশ তো আর অনিয়মের সাথে জড়িত থাকেন না। কিন্তু যারা জড়িত হয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করছেন, তারাও আইনের উর্ধ্বে নয়। তাদেরকেও আইনের আওতায় এনে আইনের মাধ্যমেই বিচার করা হবে।


সর্বশেষ খবর