সব

কর্ণফুলিতে অভিযান বন্ধ হলো কেন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 9th April 2019at 9:20 pm
72 Views

 

অনলাইন ডেস্কঃ কর্ণফুলি নদীতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর.এস জরিপ অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

আদালত প্রশ্ন করেন, উচ্ছেদ অভিযান বন্ধ হলো কেন? জবাবে রিটের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বন্দর এলাকা বন্দর চেয়ারম্যানের অধীনে। এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান পরিচালনা করতে পারছে না। পরে হাইকোর্ট বন্দর চেয়ারম্যানকে অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দেয়।


সর্বশেষ খবর