রাসায়নিক প্রয়োগ বন্ধে আমবাগানে পুলিশঃ হাইকোর্ট
অনলাইন ডেস্কঃ আগামী সাতদিনের মধ্যে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতেই এ নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আড়তগুলো ও বাগানে আমসহ অন্যান্য ফলে রাসায়নিক মেশানো হচ্ছে কি না তা দেখার জন্য জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের সমন্বয়ে টিম গঠনের নির্দেশনা দিয়েছে আদালত।
মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এই রায় দেয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ এ ব্যাপারে আবেদন করে।
আবেদনকারী সংগঠনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।