সিলেট গ্যাস ফিল্ড এমডি’র ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্কঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লুৎফুর রহমানের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গ্যাস ফিল্ড সংলগ্ন এমডির বাংলো থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি এই বাংলোতে একা থাকতেন বলে পুলিশ ও গ্যাস ফিল্ড সূত্র জানিয়েছে।
তার সহকর্মীরা জানান, প্রতিদিন সকাল ৯টার মধ্যে লুৎফুর রহমান অফিসে গেলেও আজ যাননি। তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে না তার বাংলোতে যাওয়া হয়। সেখানে গিয়ে জানালা দিয়ে শয়নকক্ষে লুৎফুর রহমানের ঝুলন্ত মরদেহ দেখে গ্যাস ফিল্ডের কর্মচারী অফিসে ফিরে সবাইকে জানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বলে জানান জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) খান মো. মাইনুল জাকির।