জয়পুরহাটে খাদে বাস নিহত ৮
জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের বানিয়াপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী-শিশুসহ ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শ্রক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার বানিয়াপাড়ার ভুতগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জাকিয়া সুলতানা (৬৫), পশ্চিম কড়িয়া গ্রামের ৭ মাস বয়সের শিশু হুমায়দা , কালাই উপজেলার
মোলামগাড়ীহাট এলাকার কাদিরপুর গ্রামের হেনা (৩২), জয়পুরহাট নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী পলাশবাড়ি উপজেলার আমবাড়ী গ্রামের শারমিন (১৯), রংপুরের পীরগঞ্জ উপজেলার রিপা মূর্ম (৩)।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বেলা পৌনে ২টার সময় এমপি নামে একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে জয়পুরহাট আসার পথে জেলা সদরের বানিয়াপাড়া এলাকার ভূতগাড়ী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ শিশু সহ ৮ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানান, ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম।